ভোলায় স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ২১বছর পর র‌্যাব-৮ জালে আটকা।

0
32

ভোলায় স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ২১বছর পর র‌্যাব-৮ জালে আটকা

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ বরিশাল এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামি কে গ্রেফতার করেছে। সে বরিশাল জেলার হিজলা থানায় মৃত্যুদন্ড প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি, যার সেসন নং-১২৬/০৪, হিজলা থানার মামলা নং ০১, তারিখ-০২/০১/২০০২, জিআর মামলা নং- ০১/২০০২।

শুক্রবার (৩ মার্চ) দুপুর ২ টা ১০ মিনিটের সময় ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ কন্দ্রকপুর এলাকা হতে নিজ স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন বরিশাল জেলার হিজলা থানা লেমুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত রমিজ উদ্দিন বাঘার ছেলে অলী উদ্দিন বাঘা ওরফে মোঃ আলী আাহাম্মদ (৪৩) যার বর্তমান ঠিকানা হচ্ছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কন্দ্রকপুর গ্রামে বলে জানা যায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সূত্রে ঘটনার বিবরণী থেকে জানা যায় যে, আটককৃত আসামী অলী উদ্দিন বাঘা ওরফে মোঃ আলী আাহাম্মদ এর সাথে জনৈক্য হেলেনা রোকেয়ার সাথে ১৯ মার্চ ২০০১ ইং তারিখে বিবাহ হয়। বিবাহের ছয় সাত মাস পরে পারিবারিক কলহ জনিত কারণে স্ত্রীকে এলোপাতারি পেটে লাথি ও কিলঘুষি মেরে তার স্ত্রীকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান সে । ২ জানুয়ারি ২০০২ সালে মৃত- হেলেনা রোকেয়ার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তার পর থেকে গ্রেফতারকৃত আসামী দীর্ঘ ২১(একুশ) বছর বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলো। এমতাবস্থায় র‌্যাব-৮, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটকের পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বরিশাল জেলার হিজলা থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী খবরবোরহানউদ্দিনে জাতীয় বীমা দিবস পালি।
পরবর্তী খবরমীরসরাই উপজেলার কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন।