ভোলায় শুরু হলো জাতীয় ফল মেলা
ভোলা প্রতিনিধি, মোঃ মাসাজ
বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে এ স্লোগান কে সামনে রেখে ভোলা জাতীয় ফল মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালকের এর কার্যালয় এর চত্তরে। ভোলা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক হাসান ওয়ালিসুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আম্মেদ।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিনসহ সকল উপজেলার কৃষি কর্মতর্কারা।
বক্তারা বলেন, সকল মানুষ কে ফলের আবাদ ও ফল খাবার জন্য উদ্বর্ধ করা এ মেলার আয়োজন করা হয়েছে। সারা দেশের ন্যায় ৩দিন ব্যাপি ভোলা ও এই ফল মেলার আয়োজন করা হয়।বর্তমানে দেশে-বিদেশি ৭৮ রকমের ফল চাষ হচ্ছে। তবে উৎপাদিত ফলের শতকরা ৬০ ভাগই হচ্ছে আম, কলা ও কাঁঠাল।
পরে ফল বৃক্ষের চারা রোপন করা হয়।