ভোলায় পুলিশের হাতে ১ কেজি গাজা সহ আটক-১
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলায় পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশের একটি টিম।ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর দিকনির্দেশনায় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হইতে ১ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি চৌকস টিম।
শনিবার (১১ নভেম্বর) বিকাল ৫ টায় এস আই (নিঃ) গোলাম মোস্তফা, সংগীয় এএসআই আহসান কবির, মোঃ জসিম উদ্দীন, মেজবাহ। পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের পল্টনের উপর থেকে ১ কেজি গাজা সহ মো: ফোরকান (১৮) কে আটক করে পুলিশ।
আটককৃত ফোরকান বোরহানউদ্দিন উপজেলার কুতবা ইউনিয়নের ছোট মানিকা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা সদর মডেল থানায় মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।