ভোলায় দ্বিতীয়ত দফা লকডাউনে ১০৪ টি মামলায় ১১৬ জনকে জরিমানা।

0
12

দৈনিক ভোলা সময় নিউজ।

মো জাফর ইসলাম বিশেষ প্রতিনিধি :
শনিবার (২৪ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৭ উপজেলায় দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ভোলায় লকডাউন অমান্য করায় ১১৬ জনকে ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ
আদালত।

এরমধ্যে ভোলা সদরে ৪২ জনকে ২৬ হাজার ৮০০ টাকা, দৌলতখানে ১৬ জনকে ১২ হাজার ৩০০ টাকা, বোরহানউদ্দিনে ২২ জনকে ১২ হাজার ১০০ টাকা, লালমোহনে ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা
তজুমদ্দিনে ১২ জনকে ৩,৫০০ টাকা,চরফ্যাশনে ১৫ জনকে ৪ হাজার ৫০০ টাকা এবং মনপুরায় ২ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, শনিবার জেলার সাত উপজেলায় ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০৪টি মামলায় ১১৬ জনের ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ১ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ২৪৩টি মোবাইল কোর্টে এক হাজার ৮৩৭ জনকে ১৬ লাখ ১০ হাজার ৮০০ টাকা জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী খবরঝড়ের কবলে পড়েন বঙ্গোপসাগরে টলার ডুবি উদ্ধার ১৬ জেলে।
পরবর্তী খবরযাত্রী পারাপারের দায়েে ভোলায় দুই মাঝি আটক।