ভোলায় তেতুলিয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু।

0
26

ভোলায় তেতুলিয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফয়জুল্লাহ স্বাধীন : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেতুলিয়া নদীতে ডুবে মোঃ ইসমাইল হোসেন (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ৷
আজ (১৩ এপ্রিল ২০২৩)বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন গ্রামে এ ঘটনা ঘটে ৷ সে ওই গ্রামের কামাল হোসেনের ছেলে ৷

নিহতের পরিবার জানায়, ওদিন দুপুর ১২ টার দিকে ইসমাইল ও আরো ২ শিশু নদীর পাড়ে খেলতে যায় ৷ তখন তার নানী তাদেরকে সেখান থেকে তাড়া করে বাসায় চলে আসে ৷ কিছুক্ষন পর তাকে বাসায় না পেয়ে সাথে থাকা শিশুদের জিজ্ঞাসা করলে তারা জানায় সে পানিতে পড়ে গেছে ৷ স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তাকে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ইসমাইলের লাশ উদ্ধার করেন ৷

বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুপুর ২ টার দিকে আমাদেরকে খবর দেয়া হয় ৷ তাৎক্ষণিক আমিসহ আমাদের উদ্ধারকারী টিম নিয়ে ঘটনা স্থলে যাই এবং স্থানীয় জেলেদের সমন্বয়ে জাল ফেলে বিকাল ৩ঃ৫৫ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করি ৷

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনা সততা নিশ্চিত করেন।

পূর্ববর্তী খবরভোলায় এতিমদের নিয়ে ইফতার করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
পরবর্তী খবরপক্ষিয়া পরিষদে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও র‍্যালি উদযাপন।