ভোলায় চাঞ্চল্যকর ছিনতাই মামলার অন্যতম আসামি গ্রেফতার।

0
35

ভোলায় চাঞ্চল্যকর ছিনতাই মামলার অন্যতম আসামি গ্রেফতার

ভোলা প্রতিনিধি।।

ভোলার ইলিশা ফেড়িঘাট ব্যারিস্টার কাচারি এলাকার মোটরসাইকেল যোগে অটোরিকশা গতিরোধ করে ধারালো অস্ত্রে মুখে চাঞ্চল্যকর ছিনতাই ঘটনায় মামলা দায়ের। মামলার অন্যতম আসামি মহসিন গাজি ( ৩৮) কে গ্রেফতার করছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১ টায় সদর উপজেলার পুর্ব ইলিশায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । মহসিন গাজি পুর্ব ইলিশা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বাঘার হাওলা গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ছিনতাই মামলার অন্যতম আসামি মহসিন গাজিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এবং আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ছিনতাই মামলার অন্যতম আসামি মহসিন গাজী বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় ভোলা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাবেয়া বিবি তার মেয়ে ও নাতনিকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট ব্যারিস্টার কাচারি নামক স্থানে মহসিন গাজী সহ এক দল দুর্বৃত্তের কবলে পড়েন তারা। এসময় দুই মোটরসাইকেলে ছয় ব্যক্তি তাদের অটোরিকশার গতিরোধ করে চালকের গলায় ছুরি ধরে এবং দুইজন জোর করে রাবেয়া বিবির মেয়েকে পাশের বাগানে মধ্যে নিয়ে নির্যাতন করে। এবং বাকিরা ব্যাগ হাতিয়ে বড় মেয়ের পাঠানো ঘর করার নগদ ৪০ হাজার টাকা ও ছোট মেয়ে কুলসুম এর জমানো ৩০ হাজার টাকা নিয়ে যায়। এবং মেয়ের গলার চেইন ও কানের দুল, ও রাবেয়া বিবির হাতের বালা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় রাবেয়া বিবির বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে মহসিন গাজীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

ভোলা,২২-০২-২০২২

পূর্ববর্তী খবরবোরহানউদ্দিন কুতুবা ১ নং ওয়ার্ডের পালোয়ান বাড়ির শফিকুল ইসলামের ঘর রাতের বেলা আকস্মিকভাবে আগুন লেগে পুড়ে সবকিছু ছাই।
পরবর্তী খবরআগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী যাচাইয়ে মাঠে আওয়ামী লীগের বিশেষ টিম।