ভোলায় ঘূর্ণিঝড় মোখায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা।

0
5

ভোলায় ঘূর্ণিঝড় মোখায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

ভোলায় ঘূর্ণিঝড় মোখার আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসন এক জরুরী সভা করেছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ভোলা জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে তিন স্তরের প্রস্তুতি নেয়া হয়েছে। ঝড়ের পূর্বে, দুর্যোগকালীন সময়ে এবং দূর্যোগের পরবর্তী সময় এই তিন স্তরের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।

সভায় জানানো হয়, ভোলার উপকূলে ৬৪৬ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই কেন্দ্রগুলোর ধারন ক্ষমতা প্রায় ১০ লাখ লোকের অধিক। এছাড়া ৮ টি কন্ট্রোল রুম খোলার পাশাপাশি ১৩ হাজার ৬শ’ সেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৯ টি মেডিকেল টিম।

এসময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের পাশাপাশি ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ল্যাফঃ মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এ সময় উপস্থিত ছিলেন, সিপিপি, রেড ক্রিসেন্ট, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের বিভিণ্ণ কর্মকর্তা বৃন্দ।

পূর্ববর্তী খবরবোরহানউদ্দিনে গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ।
পরবর্তী খবরস্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আকতার এর পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোখায় আক্রান্ত উপকূলীয়দের মাঝে শুকনো খাবার বিতরণ।