ভোলায় গাঁজাভর্তি লেপ উদ্ধার দুসপ্তাহে ইলিশা ফাঁড়ি পুলিশের সফলতা।

0
32

ভোলায় গাঁজাভর্তি লেপ উদ্ধার
দুসপ্তাহে ইলিশা ফাঁড়ি পুলিশের সফলতা

ইকবাল হোসেন রাজু।

ভোলায় অভিনব কায়দায় লেপের ভিতর কৌশলে এঁটেদিয়ে গাঁজা বহন কালে এক বহনকারীকে আটক করেছেন পুলিশ। ভোলা সদর মডেল থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকা বিশেষ অভিযানে ইলিশা হইতে গত দুসপ্তাহে ৩০ কেজি গাঁজা ও ৬ জন গাঁজা বহনকারীকে আটক করেন । এদিকে আজ ২৯ মে লোকমান (৩৫) কে ৮ কেজি গাঁজাসহ আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ,

রবিবার (২৯ মে) সকালে ৬ টার দিকে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এএসআই গুলজার, এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে লোকমান (৩৫) নামের এই মাদক বহনকারির লেপের ভিতর থেকে ৮ কেজি গাঁজাসহ তাকে আটক করেন।

আটকৃত মাদক বহনকারী চট্রগ্রাম জেলার ডবল মুরিং থানার ধনিয়ালা এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ: গত ১৫ই মে ২০২২ তারিখে এসআই সিদ্দিকুর রহমান ইলিশা তদন্ত কেন্দ্রে ইনচার্জ পদে যোগদান করার পরে মাত্র দুসপ্তাহে এ সফলতা অর্জন করেন তিনি।

পূর্ববর্তী খবরভোলা লালমোহন দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়াতে দল থেকে এরা বরিষ্কৃত হলেন।
পরবর্তী খবরঅতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ফরহাদ হোসেন, আজ ভোলা সদর মডেল থানা পরিদর্শন করেন।