ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ধান রোপণ
স্টাফ রিপোর্টারঃ-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ ইউসুফ গং দের বিরুদ্বে জোরপূর্বক ধান রোপণ করার অভিযোগ পাওয়া গেছে, গত ০৭সেপ্টেম্বর রোজ বুধবার , প্রত্যক্ষদর্শীর অভিযোগের ভিত্তিতে সরেজমিন গেলে ভুক্তভোগী আকবর লস্কর জানান,উক্ত জমি দীর্ঘদিন যাবত তিনি ভোগ দখল করে আসছেন,কিন্তু বেশ কিছু দিন যাবত,ইউসুফ গং রা তাহার ভোগদখলকৃত জমিতে চাষাবাদ করতে বাধা প্রধান করে, এ বিষয় স্থানীয় এক সাবেক চেয়ারম্যান এর মাধ্যমে একাধিক বার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় হয়,কিন্তু তাতেও সুরাহা না হলে,বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, পরবর্তীতে আদালত নোটিশ জারি করে ইউসুফ গং, ও আকবর লস্কর উভয়েরই বিরুদ্বে, কিন্তু ইউসুফ গংরা নোটিশ এর তোয়াক্কা না করে ,উপরোল্লিখিত তারিখে জোরপূর্বক ধান রোপণ করিতে থাকে, পরে পুলিশ এসে তাদের বাধা প্রধান করেন,এ বিষয় অভিযুক্ত ইউসুফ গং কে জিজ্ঞাসা করিলে তিনি জানান,এই জমি তাদের পৈত্রিক সম্পত্তি, আকবর লস্কর সহ তার লোকজনেরা দীর্ঘদিন জোরপূর্বক ভোগ দখল করে আসিতেছে, এবং বিরোধপূর্ণ এই জমি যে আকবর লস্করের বলে তিনি দাবি করেছেন এ বিষয়ে কোনো উপযুক্ত দালিলিক প্রমাণ উনি দেখাতে পারেন নাই, আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে ইউসুফ গং-এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা, তবে আমরাও আকবর লস্কর এর বিরুদ্ধে আদালতে মামলা করেছি এবং মামলাটি চলমান রয়েছে,, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাছে জানতে চাইলে বোরহানউদ্দিন থানা এস আই মোঃ মোস্তফা বলেন, বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন করার খবর পেয়ে আমরা এসে,তাদের নিষেধ করেছি,তাদের বলেছি,যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন সেহেতু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ জমিতে চাষাবাদ বা অন্য কিছু করা যাবে না,