ভোলার-১২ টি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন!

0
10

❤️”””””””””””””””অভিনন্দন””””””””””””””””❤️

ভোলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন।
——————–
রাজাপুর-
রেজাউল হক মিঠু চৌধুরী
পূর্ব ইলিশা- আনোয়ার হোসেন ছোটন,
পশ্চিম ইলিশা- জহিরুল ইসলাম,
বাপ্তা- ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা
ভেদুরিয়া- মোস্তফা কামাল
আলীনগর- বশির আহমেদ
শিবপুর- জসিমউদদীন
চরসামাইয়া- মহিউদ্দিন মাতাব্বর,
ধনিয়া- এমদাদ হোসেন কবির,
উ.দিঘলদী- লিয়াকত হোসেন মনসুর,
দ.দিঘলদী- ইফতারুল হাসান স্বপন,
ভেলুমিয়া- আবদুস ছালেম মাষ্টার।
নব নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন।
———————–
আশা করি সততার সহিত ইউনিয়ন পরিষদ পরিচালনা করে সদা সর্বদা জনগণের অধিকার রক্ষার কাজ করবেন, অনেক কাঠ-খড় পেরিয়ে আজ জনগণের রায়ে চেয়ারম্যান হয়েছেন এটা ভাবার কোন কারণ নেই যে সবকিছু হাতে পেয়ে গেছেন, অনেক কষ্ট করে বিজয়ী হয়েছেন সিনিয়রদের পরামর্শ নিয়ে পরিষদ পরিচালনা করবেন।
——————-
জনগণের ভালোবাসায় আপনারা বিজয়ী হয়েছেন। যার জ্বলন্ত উদাহরণ ভেদুরিয়া ইউনিয়ন, মনে রাখবেন জনগণ আপনাদের বিজয়ের স্থান দিয়েছেন এই বিজয় অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন।
—————-
বিজয়ী সকল চেয়ারম্যানদের শুভেচ্ছা ও অভিনন্দন
ভালো থাকবেন ভালো রাখবেন।

পূর্ববর্তী খবরপশ্চিম ইলিশায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন।
পরবর্তী খবরভোলা বোরহানউদ্দিনে আগুনে পুড়লো ৩১ টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।