ভোলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শেলিনা চৌধুরী।

0
14

ভোলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শেলিনা চৌধুরী

গাজী মো. তাহেরুল আলম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি এ পদক অর্জন করেছেন।

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান’র সভাপতিত্বে বুধবার ভোলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠানে তাকে এ পদক দেয়া হয়।অনুষ্ঠানে সদস্য সচিব ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলুসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেলিনা চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,শিক্ষক নের্তৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিগন, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী খবরলালমোহন উপজেলার কৃষক লীগের সভাপতির উপর দুর্বৃত্তদের হামলা ৩৫ লাখ টাকা ছিনতাই।
পরবর্তী খবরভোলা জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংসদ মুকুলের সাথে শুভেচ্ছা বিনিময়।