ভোলার লালমোহনে নিখোঁজের ৭মাসপর শিশুর মাথার খুলি পাওয়া গেছে।
লালমোহন প্রতিনিধি,
ভোলার লালমোহনে নিখোঁজের ৭ মাস পর রায়হান নামে ১১ বছরের এক শিশুর মাথার খুলি ও হাড় পাওয়া গেছে কচুরীর পুকুরে।
রোববার বিকেলে লালমোহন পৌরসভার ৮ নং ওয়ার্ডে একটি পুকুরে কচুরিপানা পরিস্কার করতে গিয়ে শিশুর মাথার খুলি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানাযায়, ২০২১ সালের অক্টোবর মাসে লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ড শেখের দোকান আলী আহাম্মদ মৌলভী বাড়ির রাসেদ এর ছেলে রায়হান বিকেল বেলা খেলতে যায়। এরপর সন্ধ্যায় বাড়ি না ফিরলে রায়হানের বাবা ও মা অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডাইরী করে। পরে সংবাদ সম্মেলনও করেন তারা। প্রায় ৭ মাস ধরে ছেলেকে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে যায় রায়হানের মা-বাবা।
রোববার পৌরসভার ৮নং ওয়ার্ডে একটি পুকুরের কচুরীপানা পরিস্কার করতে গিয়ে সেলিম নামে একব্যক্তি শিশুর মাথার খুলি ও হাত দেখতে পায়। পরে স্থানীয় কাউন্সিলরকে খবর দিলে তিনি থানা পুলিশকে খবর দেন।
লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে শিশুর মাথার খুলি ডিএনএ টেস্ট করার জন্য থানায় নিয়ে গেছেন।