ভোলার রাজাপুরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক।

0
17

ভোলার রাজাপুর গাজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক৷

বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।

ভোলায় ৯শত গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করছে ভোলা সদর থানার পুলিশ।
বৃহস্পতিবার (১০মার্চ ) রাতে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের থেকে ভোলা সদর থানার পুলিশের একটি টিম তাদেরকে আটক করেন৷
আটককৃত মাদক ব্যবসায়িরা হলেন, মো. ইমরান ওরফে ইসমাইল মাঝি (৩০), রাকিব মাঝি(২০), ও মো. বাবুল মীর (৪০)তারা সবাই রাজাপুরের স্থায়ী বাসিন্দা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, মোঃ ইসমাইল মাঝি, রাকিব মাঝি ও বাবুল মীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ পাই। পরে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে আটক সদর থানা পুলিশ টিম আটক করেন।

এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী খবরলালমোহনে বিএডিসির খাল খননে অনিয়ম, স্থানীয়দের থেকে টাকা নেওয়ার অভিযোগ।
পরবর্তী খবরলালমোহনের মাদক ব্যবসায়ী ভোলার ইলিশা ঘাটে মাদকসহ আটক।