ভোলার মনোহরী পট্টির বিল্লাল স্টোর থেকে ৯৩ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলার শহরের খালপাড় সড়কের পাশে মনোহরী পট্টির বিল্লাল স্টোর থেকে ৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ী মোঃ ফজলে রাব্বী (১৯) কে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার মোঃ জায়েদ হোসাইন এ জরিমানা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া ও ভোলা সদর মডেল থানার এসআই ইলিয়াস এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।
ব্যবসায়ী মোঃ ফজলে রাব্বী বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ এলাকার মাইনুদ্দিন এর ছেলে। তিনি ভোলার নিষিদ্ধ পলিথিন এর প্রধান হোতা বিল্লাল হোসেন এর অধীনে ব্যবসা করে বলে জানা যায়। এর আগেও সে পলিথিন ব্যবসায়ী মোঃ ফরহাদ এর সাথে ব্যবসা করা কালীন একাধিকবার আটক ও জরিমানা দেন।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে ভোলার শহরের মনোহরী পট্টির বিল্লাল স্টোর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ২০ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।
উল্লেখ্য ভোলার প্রায় সকল নিষিদ্ধ পলিথিন আমদানিকারক ও খুচরা পর্যায় ব্যবসা করেন মোঃ বিল্লাল হোসেন ও পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও তারা দমে যাননি।