ভোলার মনপুরা থানার ওসি তদন্ত’র মাদক বিরোধী অভিযানে আটক-২
স্টাফ রিপোর্টার
ভোলা জেলার মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ তারেক হাসান এর নেতৃত্বে মনপুরা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ২ জনকে আটক করেছে মনপুরা থানা পুলিশের একটি টিম।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আনন্দ বাজার কালামের গেরেজের সামনে থেকে এসআই মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ মুরাদ হোসেন সিকদার, এএসআই (নিঃ) মোঃ আল মামুন, কং/ ৬৩৬ পংকজ বেপারীর সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান চালিয়ে দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোরালিয়া বাজারের বাসিন্দা মোঃ ধলু মাঝি এর ছেলে ১। মোঃ রায়হান (১৮), মোঃ সবুজ এর ছেলে ২। মোঃ বেল্লাল (১৮) কে গ্রাম গাঁজা সহ আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি আসামী রায়হানের পরিহিত অ্যাশ রংয়ের জিনসের প্যান্টের ডান পকেট হইতে ১ পুড়িয়া গাঁজা এবং আসামী বাবলুর পরিহিত লুঙ্গির ডান পাশের গোছা হইতে ১ পুড়িয়া গাঁজা পাওয়া যায়। যার পরিমাণ ৫০ গ্রাম, মূল্য অনুমান ৩ হাজার টাকা।
আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করিয়া বিভিন্ন স্থানে বিক্রয় করে।