দৈনিক ভোলা সময় নিউজ।
সম্পাদক,এম এন আলম,
ভোলা থেকে : প্রথমধাপে ভোলার মনপুরার ২ নং হাজীর-হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকালে বৃষ্টির জন্য ভোট কেন্দ্রে এসে ভোট দিতে কিছুটা বিলম্ব হলেও সকাল সাড়ে ১০ টা থেকে নারী-পুরুষ লম্বা লাইনে দাঁড়িয়ে স্বতস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রশাসন পুলিশের পাশাপাশি কোস্টগার্ড , র্যাব সহ অতিরিক্ত আনসার মোতায়েন করেছে।
এই নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন নৌকার মনোনীত প্রার্থী শাহারিয়ার চৌধুরী দ্বীপক ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন (প্রতীক আনারস)। মনপুরার হাজীরহাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৯ হাজার ৬শ ৯৬ জন । এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৩১ জন ও নারী ভোটার ৯ হাজার ৬শ ৬৫ জন ।
ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৩ টি। সরেজমিনে গেলে চর-বইজউদ্দিন ভূইয়ার-হাট সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয় নারী কেন্দ্রে নিয়োজিত পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
এ সময় ভোট দিতে আসা জুলেখা বেগম নামের একজন নারী ভোটার জানান, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। এতে কোন ধরণের হয়রানি ও বাঁধার শিকার হয়নি। ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে, ভোটাররা বৃষ্টিকে উপেক্ষা করে ভোট দিচ্ছেন। ভোট দিতে পেরে অনেকের মনে আনন্দ বিরাজ করছে।