ভোলার বোরহানউদ্দিনে ৮৫ পিচ ইয়াবা সহ-১ মাদক ব্যবসায়ী আটক।

0
42

স্টাফ রিপোর্টার

ভোলার বোরহানউদ্দিন উপজেলা কে মাদক মুক্ত করতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) দিন – রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারই তত্বাবধানে আজ ৮৫ পিচ মাদক ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।

থানা সুত্রে জানাযায়, আজ ২১-৬-২২ ইং বেলা ১১.৫৫ ঘটিকায় বোরহানউদ্দিন থানায় কর্মরত এসআই মোঃ জুয়েল (নিঃ), সঙ্গীয় এএসআই মোঃ মাহফুজ আলম (নিঃ), এএসআই মোঃ সরোয়ার বশির (নিঃ) এবং কনস্টেবল মোঃ হারুন হাওলাদার সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা
করিয়া বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ মুলাইপত্তন সাকিনে জনৈক প্রসন্ন বাইনের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী অন্তর কর্মকার (২২), পিতা-প্রফুল্ল কর্মকার, মাতা-সমিতি রানী দে, সাং-মুলাইপত্তন ০৯নং ওয়ার্ড, টবগী ইউনিয়ন, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা ৮৫ (পঁচাশি) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই মাদক ব্যবসায়ী কে বোরহানউদ্দিন থানা পুলিশ গ্রেফতার করায় এলাকার আপাময় জনতা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের সাধুবাদ জানিয়েছে। এবং এই মাদক কারবারির শাস্তি নিশ্চিত করতে দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী খবরচরফ্যাশনে ইউনিয়ন সচিবের দায়িত্বে গ্রাম পুলিশ।
পরবর্তী খবরলালমোহন ধলীগৌরনগর আওয়ামীলীগ নেতা বেলায়েত ভূঁইয়ার মৃত্যু।