ভোলার বোরহানউদ্দিনে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক।

0
8

ভোলার বোরহানউদ্দিনে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মাসুদ রানা ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে বোরহানউদ্দিন থানার পুলিশের একটি চৌকস টিম।
২৪ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির(বিপিএম)এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সংলগ্ন বোরহানগঞ্জ টু- গ্যাসফিল্ড পুরাতন স্টিলের ব্রীজের দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার ঢাল হইতে এস.আই মনজুরুল ইসলাম, সংগীয় এস.আই ইয়ার হোসেন ও এ.এস. আই মোঃ ইলিয়াস সহ ১ কেজি গাঁজা সহ প্রিয়লাল দে এর ছেলে বিদ্যুৎ দে(৪৫),কে আটক করেন বোরহানউদ্দিন থানার পুলিশের একটি টিম।আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন শেষ করে কোর্টে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির(বিপিএম) জানান- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম, ১ কেজি গাঁজা মাদক সহ বিদ্যুৎ দে’কে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে পাঠানো হয়।

পূর্ববর্তী খবরভোলায় কিশোর গ্যাংয়ের হাতে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা।
পরবর্তী খবরভোলায় রওশন আরা ও রাব্বী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।