আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ হাওলাদার মার্কেট সংলগ্ন আবু মুন্সির বাড়ির পিছনের ডোবা থেকে এক বৃদ্ধর ( ৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় , রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা হাওলাদার মার্কেট সংলগ্ন ৫নং ওয়ার্ডে একটি লাশ ডোবায় পানিতে ভেসে আছে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। ভোলা সদর থানা খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে লাল রংগের লুঙ্গি, খালি গায়ে ও মুখে কাঁচাপাকা রঙ্গিন দাড়ি আছে।
স্থানীয়রা বলেন লোকটিকে আমরা গতকাল বিকালে ভেদুরিয়া ঘাটে মানষিক ভারসাম্য হীন অবস্থায় দেখেছি ।
জানানা যায় নিহত বৃদ্ধা শাহে আলম সদর উপজেলার পূর্ব ইলিশার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। তবে তিনি দির্ঘদিন মানষীক ভারসাম্য হীন ছিলেন বলে দাবী করেন তার স্ত্রী , কন্যা,জামাতা সহ স্বজনরা।
ঘটনা সত্যতা নিশ্চিত করে উদ্ধারকারী কর্মকর্তা এসআই ইমাম বলেন, খবর পেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে