ভোলার ধনিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ফেরদৌস বাহাদুর
ভোলা প্রতিনিধি :
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও আলতাজের রহমান ডিগ্রী কলেজের উপ-অধ্যক্ষ ফেরদৌস বাহাদুর হাওলাদার।বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ফেরদৌস বাহাদুর হাওলাদার বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি ধনিয়া ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি বিগত দিনে এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে কাজ করেছি। অবকাঠামোগত উন্নয়নে জোরালো ভূমিকা রেখে ইউনিয়নকে আরো নিরাপদ বাসযোগ্য হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্ । সেই সঙ্গে আমি চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছি।
অতীতে যেভাবে এই ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনউপহার দিতে সরকার এবং স্থানীয় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ফেরদৌস বাহাদুর হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান শেখ ফরিদ হাওলাদার, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র ধনিয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আবুল বাছেদ বাচ্চু হাওলাদার, ভোলা ইসলামিয়া ইউনানি মেডিকেল কলেজের প্রভাষক মোঃ মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর।