ভোলার দৌলতখান উপজেলা নেয়ামতপুর চরে মহিষ এবং গরুর কিল্লায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন একটি সন্ত্রাসী বাহিনী।
ভোলা প্রতিনিধিঃ গত ২৩ ডিসেম্বর সকাল ৯ ঘটিকার সময় ভোলার দৌলতখান উপজেলা বশির মেম্বার ও কয়ছর মাঝির নেতৃত্বে বিভিন্ন এলাকার কিছু সন্ত্রাস বাহিনী নিয়ে নেয়ামতপুর চরে ইউছুফ জিলাদার এর মহিষ এবং গরুর কিল্লায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন একটি সন্ত্রাসী বাহিনী,এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় এসময় ঐ চরে বসবাসরত মফু জিলাদার, ইসমাইল, সালাউদ্দিন, আনোয়ারা, কালাম মাঝি, ইব্রাহিম সহ ১০ থেকে ১৫ জন কে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে । বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন ।
ওই চরের ইউসুফ জিলাদার মফু জিলাদার সহ অনেকে জানান দৌলতখান থানাধীন পশ্চিম নেয়ামতপুর মৌজার আমাদের রেকর্ডীয় জমিতে দীর্ঘ অনেক বছর পর্যন্ত বসবাস করে আসিতেছি তারই আলোকে সেখানে কিল্লা তৈরি করে মহিষ এবং গরু পালন করিতেছি গত ২৩ ডিসেম্বর সকাল ৯ ঘটিকার সময় ভোলার দৌলতখান উপজেলা বশির মেম্বার ও কয়ছর মাঝির নেতৃত্বে বিভিন্ন এলাকার কিছু সংখ্যক সন্ত্রাস বাহিনী নিয়ে ইউসুফ জিলাদার এর মহিষ এবং গরুর কিল্লায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঐ চরে বসবাসরত মফু জিলাদার, ইসমাইল, সালাউদ্দিন, আনোয়ারা, কালাম মাঝি, ইব্রাহিম সহ ১০ থেকে ১৫ জন কে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে এবং সন্ত্রাস বাহিনী যাওয়ার সময় আহত ব্যক্তিদের জীবনের শেষ করে দিবে বলে হুমকি দেন। আহত ব্যক্তিগণ চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে চরে বসবাসরত ব্যক্তিগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা প্রশাসনের সাহায্য কামনা করছেন