ভোলার দক্ষিণ দিঘলদীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমির গাছ কেটে দখলের অভিযোগ
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমির গাছ কেটে সেই জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামি আলোচিত বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল এর বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মান্নান খানের মেয়ে নুরজাহান, কহেনুর বেগম, শাহনুর, মাহেনুর বেগমেরা তাদের বাবার ওয়ারিস সুত্রে ৫০ শতাংশ জমি প্রাপ্ত হয়। দীর্ঘদিন যাবত তারা সেই জমি ভোগ করে আসছেন। হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতার পর পরিবর্তন হলে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল এলাকায় এসে সেই জমির গাছ-গাছালি কেটে উক্ত জমি নিজ দখলে নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। খবর পেয়ে জমির মালিকরা জমির কাছে আসতে চাইলে তাদেরকে বোমা বাবুল হত্যার হুমকি দেন। প্রাণনাশের হুমকি পেয়ে জমির মালিকরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
অভিযুক্ত বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোরালিয়া গ্রামের মৃত মোজাফর হাওলাদারের ছেলে।
মোঃ জুয়েল অভিযোগ করে বলেন, আমর মা ও খালাদের ওয়ারিশ প্রাপ্ত সম্পত্তি বণ্টন হওয়ার পর আমি উক্ত জমিতে বিভিন্ন প্রকার ফল ফলাদি গাছ লাগিয়েছি। দীর্ঘদিন যাবত আমরা এই জমি ভোগ করে আসছি। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় ভূমিদস্য ও অস্ত্র ব্যবসায়ী বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল আমাদের ভোগ দখলীয় জমিতে ঢুকে গাছ গাছালি কেটে নিয়ে যায়। আমার পরিবার বাধা দিলে তাদেরকে হত্যার হুমকি দেয়।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এই জমি নুরজাহান বেগম গংদের ওয়ারিশ প্রাপ্ত সম্পত্তি। দীর্ঘদিন যাবত এই জমি তারা গাছ গাছালি লাগিয়ে ভোগ দখলে আছেন। কিন্তু হঠাৎ সরকার পতনের পর বাবুল ওরফে বোমা বাবুল ওই জমির গাছ গাছালি কেটে নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নুরজাহান বেগম গংরা বাবার ওয়ারিশ প্রাপ্ত সম্পত্তিতে গাছ গাছালি লাগিয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখলে আছেন । গত শুক্রবার ১৬ আগস্ট দুপুর ১২ টার সময় হঠাৎ করে বোমা বাবুল দলবল নিয়ে উক্ত সম্পত্তি থেকে গাছ গাছালি কাটিয়া নিয়ে যায়।
এ বিষয়ে উক্ত বাবুলের সাথে যোগাযোগ করতে চাইলে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নাই।
Your blog has quickly become my go-to source for reliable information and thought-provoking commentary. I’m constantly recommending it to friends and colleagues. Keep up the excellent work!
Comments are closed.