দৈনিক ভোলা সময় নিউজ।
ভোলার তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন জেনারেটর উপহার দিলেন হীড বাংলাদেশ
ফারহান-উর-রহমান সময়
তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি
বর্তমানে সারা বাংলাদেশ বৈশ্বিক আতিমারী কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, হীড বাংলাদেশের সীমিত সাধ্যের ভিতরে তজুমদ্দিন উপজেলার পাশে থাকা ও ভালবাসার নিদর্শন স্বরূপ হিসেবে,
মঙ্গলবার (১০আগস্ট)তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় তজুমদ্দিন হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কবির সোহেলের কাছে দশ লিটার অক্সিজেন ফ্লো সমৃদ্ধ একটি অক্সিজেন জেনারেটর হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।