ভোলার তজুমদ্দিনে শরদীয় দুর্গা উৎসবে বিশৃঙ্খলার
আশঙ্কায় থানায় অভিযোগ।
তজুমদ্দিন প্রতিনিধি
তজুমদ্দিনে শারদীয় দুর্গা উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেছে। শনিবার শারদীয় দুর্গা উৎসবের প্রথম দিনে উপজেলা দূর্গা উদযাপন কমিটির সভাপতি রুপন চন্দ্র মজুমদার পুলিশের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন হওয়ায় এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের সমাগম বাড়ছে। রাজনৈতিক পরিবেশ অনুকুলে নেয়ার জন্য আওয়ামীলীগের একজন মনোনয়ন প্রত্যাশী ঢাকায় তার মালীকানাধীন ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকসহ পাশ্ববর্তী জেলা নোয়াখালীর ও হাতিয়া দ্বীপ হতে সশস্ত্র সন্ত্রাসী ও জলদস্যু বাহিনীকে ভাড়া করে তজুমদ্দিনের বিভিন্ন এলাকায় মহড়ার প্রস্তুতি নিচ্ছে। রবিবার (২২ অক্টোবর) ওই বাহিনী এলাকার বিভিন্ন স্থানে সশস্ত্র মহড়া দেয়ার সংবাদ পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কিত হয়ে পরেছেন বলে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেছে।
অভিযোগে আরো দাবী করা হয়, ” সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার পরিস্থিতি ঘোলাটে করতে বিভিন্ন মন্দিরে ত্রাস সৃষ্টিসহ পুজা উদযাপন বাধাগ্রস্ত করতে পারে। মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে রাজনৈতিক সুবিধা আদায়েরও অপচেষ্টা করছে তারা। এ নিয়ে ভীতসন্ত্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষজন।”
খোঁজ খবর নিয়ে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থীর পক্ষে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এলাকায় বহিরাগতদের এনে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এমন তথ্য রয়েছে সরকারের একাধীক সংস্থার কাছে। তাই সকলকে সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করার অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ হতে।
অভিযোগের বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, তজুমদ্দিনে ১৫ টি মন্ডপে পুজা উদযাপন করা হচ্ছে। নির্বিঘ্নে পুজা অর্চনা করার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে। পুজা উদযাপন পরিষদ একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি উপরস্থ মহলে জানানো হয়েছে। নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া বহিরাগত কাউকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবেনা।
উপজেলা নির্বাহি অফিসার শুভদেব নাথ জানান, পুজা উদযাপন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শঙ্কার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোন অবস্থাতেই পুজা মন্ডপে কাউকেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।