ভোলার তজুমদ্দিনে ছাগলসহ লালমোহনের দুই চোর আটক।

0
15

ভোলার তজুমদ্দিনে ছাগলসহ লালমোহনের দুই চোর আটক

ভোলা প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিনে একটি ছাগল চুরির অভিযোগে পাশ্ববর্তী উপজেলা লালমোহনের মোঃ শাকিল মাল (২২) ও হামিম (২৩) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

১৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লামছী শম্ভপুর থেকে তাদেরকে আটক করা হয়। আটক শাকিল লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের নুরে আলমের ছেলে ও হামিম একই এলাকার হারুন চৌকিদারের ছেলে।

জানা যায়, বোরহান উদ্দিন উপজেলার চকডোষ এলাকার মোঃ নুরনবীর ছাগল চুরি করে বোরাকযোগে পালাচ্ছিল শাকিল ও হামিম। এসময় লামছী শম্ভুপুর এলাকার কবিরের দোকানের সামনে থেকে চোরাই ছাগলসহ তাদেরকে আটক করে পুলিশ।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, আটককৃতরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের সাথে আরও একাধিক আসামি জড়িত থাকতে পারে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী খবরজেলে পরিবারের নারীদের বিকল্প অর্থনৈতিক উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত।
পরবর্তী খবরজেলে পরিবার কে স্বাবলম্বী করতে নারীদের গুরুত্ব অপরিহার্য।