ভোলার তজুমদ্দিনে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ।
ফারহান-উর-রহমান সময়
তজুমদ্দিন ভোলা প্রতিনিধি।।
২০২০-২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার
পল্লব কুমার হাজরা সভাপতিত্বে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন টেলিকনফারেন্সে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন,বর্তমান সরকার আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও অগ্রগতি সাধন করেছে।
খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং কৃষির প্রসারে বিভিন্ন ফসলের উদ্ভাবন, উফশী জাত ব্যবহার, উন্নত কৃষি প্রযুক্তি প্রবর্তন করেছে। আউশ ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করতে আবাদের এলাকা বৃদ্ধি ও পতিত জমি আবাদের আওতায় আনা, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত করে তোলা এবং একই সঙ্গে উচ্চফলনশীল জাতের আউশ ধান আবাদ বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃআবুল হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ।