ভোলার তজুমদ্দিনে অপহরণের চৌদ্দ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী।

0
229

ভোলার তজুমদ্দিনে অপহরণের চৌদ্দ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী।

তজুমদ্দিন প্রতিনিধি,চপল রায়

ভোলার তজুমদ্দিনে অপহরণের চৌদ্দ দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নিপা রানী কে। এ নিয়ে অপহৃত নিপা রানীর ঘরে চলছে কান্নার রোল। একমাত্র মেয়েকে না পেয়ে ভগবান এর কাছে মেয়েকে ফিরিয়ে দেয়ার কান্নাজরিত প্রার্থনা মা কাকলি রানীর।

মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে জানা যায়, সতের আগস্ট সকালে স্কুলে যাওয়ার পথে চাঁচরা ইউনিয়নের আব্দুল কাদের এর ছেলে মনির ও তার সহযোগীরা দক্ষিণ খাসেরহাট থেকে জোর করে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে আত্নগোপন করে।

এ নিয়ে পুলিশ এজাহারে উল্লেখিত পাঁচ অভিযুক্তের তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তাছাড়া সন্দেহজনক একজনকে আটক করে সংশ্লিষ্টতা না পেয়ে ছেড়ে দেয়।

এদিকে অপহৃত নিপা রানীর পরিবার অভিযুক্তদের আত্নীয় স্বজনদের কাছ থেকে ক্রমাগত হুমকির ঘটনায় থানায় জিডি করেছেন বলে জানান। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কেন খোঁজ পেতে দেরি হচ্ছে এমন প্রশ্নের জবাবে নাম না প্রকাশ করার শর্তে তজুমদ্দিন থানার এক কর্মকর্তা জানান অভিযুক্ত মনির মোবাইলের টেকনিশিয়ান ও অত্যন্ত ধূর্ত হওয়ায় খোঁজ পেতে সময় লাগছে। তারা অপহরণের শিকার নিপা রানীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছেন।

এদিকে যে কোন অবস্থায় অপহৃত নিপা রানীকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেয়ার আকুতি জানান নিপার মা কাকলি রানী। অন্যদিকে আসামি মনির এর প্রতিবেশীরা জিজ্ঞাসাবাদের জন্য অন্যদের হয়রানি না করে দ্রুত মূল অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান।

পূর্ববর্তী খবরচরফ‍্যাসনে গরু চুরির অপবাদ দিয়ে চার জেলে কে বেধড়ক মারধর।
পরবর্তী খবরতামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত খসড়া দ্রুত চুড়ান্ত করার দাবি জানালেন ভোলার তরুণ সমাজ।