ভোলার জলদস্যু বাহিনীর প্রধান মহসিন সহ আটক-২

0
21

ভোলার জলদস্যু বাহিনীর প্রধান মহসিন সহ আটক-২

স্টাফ রিপোর্টার,

 র‌্যাবের অভিযানে ভোলার জলদস্যু বাহিনীর প্রধান মো. মহসিন গাজী (৫০) ও তাঁর সহযোগী জাকির কাজী ওরফে জাহাঙ্গীর (৫৫) কে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি দুই নলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি পিস্তল, একটি রামদা, একটি বগিদা, চার রাউন্ড কার্তুজ ও পিস্তলের দুইটি গুলি উদ্ধার করা হয়েছে।

আটক মহসিন ও জাহাঙ্গীর ভোলার দৌলতখান থানার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা।

গতকাল শনিবার (৩০এপ্রিল) দুপুরে র‌্যাব-৮ এর উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক মেজর মোঃজাহাঙ্গীর আলম স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেজর মোঃ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বন্দর থানার নরকাঠী গ্রামে অভিযান চালানো হয়। এসময় একটি মেহগুনি বাগান থেকে অস্ত্র ও গুলিসহ মহসিন ও তাঁর সহযোগী জাকির ওরফে জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরো ১০-১২জন ডাকাত পালিয়ে যায়। পরে আটককৃত মহসিন ও তারঁ সহযোগীকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান, তাদের ৫০-৬০ জনের সংঘবদ্ধ দলটি ভোলা, পটুয়াখালী ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।

বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলম আরো জানান, খবর নিয়ে জানা যায় আটক মহসিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, চুরি ও মারামারিসহ আরো ১৪ মামলা রয়েছে। তার সহযোগী জাকির কাজীসহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে আটককৃত ডাকাত মহসিন ও জাকির ওরফে জাহাঙ্গীরের বিরুদ্ধে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল বন্দর থানায় অস্ত্র আইনে ও ডাকাতি প্রস্তুতির দুই মামলা দায়ের করেন।

পূর্ববর্তী খবরঅসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সশস্ত্র বাহিনীর সদস্য পরিবারবর্গ সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পরবর্তী খবরভোলায় ব্যাচ ৯৩’র বন্ধুদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।