ভোলার চর সামাইয়া মধ্য রাতে হঠাৎ আগুন, বসতঘর পুড়ে ছাই।

0
11

ভোলার চর সামাইয়া মধ্য রাতে হঠাৎ আগুন, বসতঘর পুড়ে ছাই

হাসনাইন আহমেদ

ভোলা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি টিনসেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত দেরটার দিকে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বিএনপি বাজার ২নং ওয়ার্ডে এলাকার নাছির উদ্দীনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়ির খামারি নাছির উদ্দীনের পরিবারের লোকজন চুলায় রান্না শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যান। রাত ২ টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে রান্না ঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তারা ঘর থেকে দ্রুত বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই ঘরে থাকা খাট, আলমারি, ফ্রিজ সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অগ্নিকাণ্ডের শিকার নাছির উদ্দীনের পরিবার।

এলাকার মেম্বার ইউনুস বলে, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের মহিউদ্দিন মাতাব্বরকে বিষয়টি জানিয়েছি
নাছির উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন ভোলা ইসলামিক ব্যাংকে চাকরি করেন তিনি জানান,

ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকান্ডের খবর শুনে ভোলা সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। পুলিশের পক্ষ থেকে অগ্নিকান্ডের ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী খবরভোলার চর সামাইয়া মধ্য রাতে হঠাৎ আগুন, বসতঘর পুড়ে ছাই।
পরবর্তী খবরভোলার চরফ্যাশনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস হামলা ও ভাঙচুরের অভিযোগ।