ভোলার চরফ্যাশন কাশেমগঞ্জে ১১০ টি অবৈধ বেহুন্দী জাল আটক করেছে জেলা মৎস্য দপ্তর।

0
14

ভোলার চরফ্যাশন কাশেমগঞ্জে ১১০ টি অবৈধ বেহুন্দী জাল আটক করেছে জেলা মৎস্য দপ্তর।

স্টাফ রিপোর্টারঃ-

১০/০৮/২২,ইং রোজ বুধবার চরফ‍্যাসন উপজেলার কাসেমগঞ্জ বাজার লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১১০ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে ধ্বংশ করা হয়।জেলা মৎস‍্য অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। অভিযান পরিচালনা অবৈধ বেহুন্দি জালের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়াতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোস্টগার্ডের কমান্ডিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (চরফ‍্যাসন), কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন), অফিসার ইনচার্জ (চরফ‍্যাসন)। এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা,এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান অবৈধ মেহন্দী জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে,

পূর্ববর্তী খবরছেলে সন্তানের বাবা-মা হলেন রাজ ও পরীমনি।
পরবর্তী খবরনদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি মুকুল।