ভোলার চরফ্যাশনে বয়লার মেশিন বিস্ফোরণে নিহত ১ আহত ২
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনে বয়লার মেশিন বিস্ফোরণে কারিগর নিহত। ভোলার চরফ্যাশন উপজেলায় বয়লার মেশিন বিস্ফোরণে এক কারিগর নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুন্নী রাইসমিলে এই ঘটনা ঘটে।
নিহত মো. আল-আমীন (৩৫) চর আফজাল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মিলটির মালিক মনির মুন্সি (৪৫) এবং আল-আমীনের বড় ভাই ফিরোজ (২৫)। তারা তিনজনই ওই মিলের কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, ভোর রাতে মিলের বয়লার মেশিন বিস্ফোরিত হলে আগুন লেগে যায়। এসময় ঘটনাস্থলেই আল-আমীন মারা যান। মনির এবং ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফিরোজ কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দৈনিক সংবাদ সকাল কে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
রিয়াজ হোসেন শান্ত
ভোলা জেলা প্রতিনিধি
মোবঃ০১৭৪৩২৫৩০৩৭
১৫/১১/২৪