ভোলায় সাবেক ইউপি সদস্যের কবর জিয়ারতে ড.শান্ত।

0
2

ভোলায় সাবেক ইউপি সদস্যের কবর জিয়ারতে ড.শান্ত

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

ভোলায় সাবেক ইউপি সদস্যের কবর জিয়ারত করেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত ।

ভোলায় যুবলীগ নেতা মনিরুল ইসলাম এর বাবা শিবপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদ্য প্রয়াত সাবেক ইউপি সদস্য মরহুম শরীফুল ইসলাম মিয়ার কবর জিয়ারত করেন বাংলাদেশের আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দেশবরেণ্য অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রতনপুর বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ সহ সকল অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ এনায়েত উল্লাহ শরীফ। দোয়ায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের সকলের শান্তি কামনা করা হয়।

পূর্ববর্তী খবরভোলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরন।
পরবর্তী খবরভোলায় সাবেক ইউপি সদস্যের কবর জিয়ারতে ড.শান্ত।