ভোলায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করেছে র‍্যাব-৮,

0
21

ভোলায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করেছে র‍্যাব-৮

স্টাফ রিপোর্টার :

ভোলা বোরহানউদ্দিনে র‍্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানার চাঞ্চল্যকর সাংবাদিক হত্যার চেষ্টাসহ গুরুতর জখম মামলার ১ নং আসামী এবং একাধিক পরোয়ানাভুক্ত সাইফুল ইসলাম নামের পলাতক আসামী গ্রেফতার করেছেন র‍্যাব-৮।

সাইফুল ইসলাম এর বিরুদ্ধে জিআর-১৫৩/২৪ (বোর), জিআর-১১৮/২৪ (বোর)এর ওয়ারেন্টভুক্ত এবং বোরহানউদ্দিন থানার মামলা নং- ২২, তারিখ-২৩/০৯/২০২৪ইং, ধারা-৪৪৭/৪৪৮/১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/৫০৬ (২)/৩৪ পেনাল কোড, বোরহানউদ্দিন থানার মামলা নং-১২, তারিখ-০৬/০৫/২০২৪ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড এবং বোরহানউদ্দিন থানার মামলা নং-১৮, তারিখ-১৬/০৬/২০২৪ ইং, ধারা-১০৯/১৪৩/৩২৩/৩৭৯/৩২৪/৩০৭/৩২৫/৪৪৭/৪৪৮/৩৫৪/৫০৬(২) পেনাল কোড এর এজাহারনামী ১ নং পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম মোল্লা, পিতা-মৃত জলিল মোল্লা, সাং-উত্তর কোড়ালিয়া, বড় মানিকা ইউপি ইউপি,থানা-বোরহানউদ্দন, জেলা-ভোলাকে বোরহানউদ্দিন থানাধীন বড় মানিকা ইউপিস্থ নুর মিয়ার হাট নামক বাজার হতে ইং ০৫/০১/২০২৫ তারিখ আনুমানিক সাড়ে ৫ টার সময় গ্রেফতার করা হয়৷
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করার নিমিত্তে ০৫/০১/২০২৫ ইং তারিখ অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা র‍্যাব ক্যাম্প, ভোলার নিকট অধিযাচনপত্র দাখিল করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব ক্যাম্প, ভোলা আসামীর অবস্থান সনাক্তপূর্বক র‍্যাব ক্যাম্প, ভোলা, সিপিএসসি, র‍্যাব-৮, বরিশাল এর র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী খবরভোলার মনোহরী পট্টির বিল্লাল স্টোর থেকে ৯৩ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা।
পরবর্তী খবরভোলা ৮৬ বন্ধুদের মিলনমেলা-২৫ উদযাপিত মনপুরায়।