ভোলায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলা মিডিয়া হাউজের আয়োজনে শনিবার (৯ সেপ্টেম্বর) শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভোলা মিডিয়া হাউজের উপদেষ্টা জামাল উদ্দিনের সভাপতিত্বে, কর্মশালায় ‘আল্লাহর সন্তুষ্টির জন্য সাংবাদিকতা’ এই বিষয়ে পবিত্র কুরআ থেকে আলোচনা করেন, ইসলামী ব্যক্তিত্ব ফখরুদ্দিন খান রাজি। ফিচার ও সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চীপ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মুক্তবুলির সম্পাদ, আযাদ আলাউদ্দিন। অনলাইন ও মোবাইল জার্নালিজম বিষয়ে আলোচনা করেন, কন্টেন্ট রাইডার ও আন্তর্জাতিক বিশ্লেষক, আহমেদ বায়োজীদ। নিউজ, নিউজ ইন্ট্রো ও নিউজ সোর্স, বিষয়ে আলোচনা করেন, দ্বীপন্ঠের সম্পাদক, ভোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইউনুছ শরীফ।
কর্মশালা সঞ্চালনা করেন, সাংবাদিক আজিমুদ্দিন খান ও মেহেদী হাসান সুমন। কর্মশালায় দৈনিক আমার সময় এর ভোলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, সাংবাদিক লোকমান হোসেন, এইচ এ শরীফ, আশরাফ উদ্দিন ফারুক, এবিএম সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন, হাসনাইন আহমেদ, মিশকাতসহ ভোলার বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশতাধিক সাংবাদিকরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।