ভোলায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত
মোঃ আরিয়ান আরিফ।।
ভোলার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ গোপাল দে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার ( ১৮ মার্চ) সন্ধ্যায় ভোলা শহরের দরগা রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত প্রাণ গোপাল দে পৌর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এদিকে তার মৃত্যুর সংবাদে প্রতিষ্ঠানটির শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শুক্রবার বিকালে বাসা থেকে বের হয়ে ঢাকা যাওয়ার জন্য রাস্তায় আসলে একটি মহেন্দ্র তাকে ধাক্কা দেয়। তাতক্ষনিক তাকে ভোলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।