দৈনিক ভোলা সময় নিউজ।
ভোলায় লকডাউন ১৪ দিনে ১,৫৯১ মামলায় ১,৬৮৬ জনকে জরিমানা
বিশেষ প্রতিনিধি: মোঃ জাফর ইসলাম।
সরকারি ঘোষণায় সারদেশের মত কঠোর অবস্হানে ছিলো দ্বীপ জেলা ভোলা। জেলায় লকডাউনের ১৪ দিনে ১ হাজার ৫৯১ মামলায় ১ হাজার ৬৮৬ জনকে ১৪ লক্ষ ৪৬ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। লকডাউন অমান্য করে অকারণে বের হওয়ায় এবং যানবাহন দোকানপাট খোলার অপরাধে জেল জরিমানা করেন।
বুধবার ৭ জুলাই রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান কঠোর লকডাউনের ১ লা জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ২১৪ টি ভ্রাম্যমাণ আদালত জেলার সাতটি উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯১ টি মামলা করেন। এসব মামলায় ১ হাজার ৬৮৬ জনকে ১৪ লক্ষ ৪৬ হাজার ৫০ টাকা জরিমানা আদায় ও ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
করোনাভাইরাস নিয়ন্ত্রনে ও লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌ – বাহিনী, র্যাব, কোস্টগার্ড, বর্ডারগার্ড বাংলাদেশ, পুলিশ আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে কাজ করেছেন। লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এান বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।