ভোলায় লকডাউন কর্মসূচি বাস্তবায়নে পুলিশি কার্যক্রম!

0
29

ভোলায় লকডাউন কর্মসুচি বাস্তবায়নে পুলিশি কার্যক্রম।

করোনাভাইরাস (Covid-19) এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি পালনে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/ চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা পুলিশ আজ বুধবার (১৪ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে (বাজার, বাসস্ট্যান্ড, রেস্টুরেন্ট, মোড়/পয়েন্টে) সকলকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো এবং অপ্রয়োজনীয় লোকজন ঘোরাফেরা রোধকল্পে চেকপোস্ট কার্যক্রম পরিচালনার খন্ডচিত্র।

পূর্ববর্তী খবরঅসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ!
পরবর্তী খবরভোলা সদর ধনিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে মোঃ হৃদয় ও মোঃ মনির নামের দুই মাদক ব্যবসায়ী আটক!