ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলায় বাবার চার্জে দেওয়া অটোরিকশায় ও সাবধানতা বসত হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াদ নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ ওই গ্রামের টুলু মাতব্বরের ছেলে এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
তার বাবা জানান, রাতে তিনি অটোরিকশাটি চার্জে লাগিয়ে রেখেছিলেন। সকালে তার একমাত্র ছেলে রিয়াদ রিকশাটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত জানান, শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। তার দাফনের অনুমতি দেওয়া হয়েছে।