ভোলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু।

0
14

ভোলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাদ্রাস শিক্ষকের মৃত্যু

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

ভোলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. ইসমাইল (২৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি মাদারীপুর জেলায় একটি কাওমি মাদ্রাসায় সহকারী শিক্ষকের দায়িত্বে ছিলেন। নিহতের শশুর আব্দুল রহিম জানান, গত ২৯ আগষ্ট ৪ দিনের ছুটি নিয়ে ইসমাইল তাঁর গ্রামের বাড়িতে আসেন। আগামীকাল সোমবার সে তাঁর কর্মস্থল মাদারীপুর যাওয়ার কথা ছিল। আজ সকাল ৭টার দিকে সে ঘরে ফ্যানের সুইচ মেরামতের কাজ করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী খবরভোলার পশ্চিম ইলিশায় ডোবায় থেকে বৃদ্ধর লাশ উদ্ধার।
পরবর্তী খবরভোলায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।