ভোলায় বজ্রপাতে ১ যুবকের মৃত্যু!

0
25

ভোলা সময় নিউজ।

ভোলা প্রতিনিধি, মোঃ পারভেজ

ভোলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে মোঃ রিপন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সি বাড়ি সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন একই এলাকার মোঃ দুলালের ছেলে বলে জানাগেছে।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি শুরু হলে রিপন মাঠ থেকে তার গরু নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় বজ্রপাত তার শরীরে লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।

পূর্ববর্তী খবরভোলা সদর উত্তর দিঘলদী ইউনিয়নে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক-১
পরবর্তী খবরবেগম খালেদা জিয়া করোনা মুক্ত হলেন।