ভোলায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান।
ফয়জুল্লাহ স্বাধীন :
আজ(১৫ আগস্ট ২০২২) ভোলা সদর উপজেলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছবি প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার অবদান উল্লেখ্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুস শহীদ তালুকদার, সিনিয়র শিক্ষক জনাব জুয়েল উদ্দিন সহ সকল শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।