
দৈনিক ভোলা সময় নিউজ।
ভোলা প্রতিনিধি,
ভোলায় প্রেমিকের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
ভোলার ধনিয়ায় প্রেমিকের সাথে অভিমান করে বিষপানে সাবিনা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নূরন্নবী নামে এক যুবকের সাথে সাবিনার প্রেমের সম্পর্ক ছিল। আজ শুক্রবার দুপুরের দিকে প্রেমিকের সাথে অভিমান করে নিজের ঘরে সে বিষপান করে। পরে তার পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে মৃত দেখতে পায়।
ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে
