ভোলায় পুলিশের অভিযানে চোরাই ব্যাটারির গডফাদার জাহাঙ্গীরকে আটক

0
27

দৈনিক ভোলা সময় নিউজ।

ভোলায় পুলিশের অভিযানে চোরাই ব্যাটারির গডফাদার জাহাঙ্গীরকে আটক।

বিশেষ প্রতিনিধি, ইকবাল হোসেন রাজু,

ভোলায় পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন থেকে ৫২ পিস চোরাই ব্যাটারিসহ গডফাদার মোঃ জাহাঙ্গীর (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ভোলা মডেল থানার এসআই মোঃ সোহাগ সরদার ও সঙ্গীয় ফোর্সের বিষেশ অভিযানে
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিদ্যুৎ অফিস সংলগ্ম জাহাঙ্গীরের বাড়ী থেকে ৫২ পিস ব্যাটারী উদ্ধার করা হয়, এবং চোরাই ব্যাটারির গডফাদার জাহাঙ্গীর কে আটক করা হয়।

আটকৃত জাহাঙ্গীর ওই এলাকার আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর এই অবৈধ চোরাকারবারি করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন। ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন অনুসন্ধান করে অবশেষে আজ ৫২পিস চোরাই ব্যাটারী ও একজন কে আটক করা হয়েছে।

ওসি বলেন,যদি কারো অটোরিক্সা/অটোরিক্সার ব্যাটারী ইতিপূর্বে চুরি হয়ে থাকে, তবে তাদেরকে ভোলা সদর মডেল থানায় উপস্থিত হয়ে ব্যাটারী শনাক্ত করার অনুরোধ করেন।

পূর্ববর্তী খবরমরহুম শাজাহান বেপারীর শোক সভা অনুষ্ঠিত।
পরবর্তী খবরভোলা বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক