ভোলায় পুনরায় যমুনা টেলিভিশনে নিয়োগ পেলেন এইচ এম জাকির।

0
44

ভোলায় পুনরায় যমুনা টেলিভিশনে নিয়োগ পেলেন এইচ এম জাকির

স্টাফ রিপোর্টারঃ

শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যমুনা টেলিভিশনের পুনরায় ভোলায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন এইচ এম জাকির। প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ সাত বছর টেলিভিশনের ভোলা প্রতিনিধি হিসেবে এইচএম জাকির সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসলেও বিভিন্ন সময় কিছু কুযুক্তি মহলের রাজনৈতিক ঘৃন কর্মকাণ্ডের রোশনালে পরে এক এক করে যমুনা টেলিভিশন থেকে তাকে তিনবার তার চাকুরিচুত করা হয়।
অবশেষে চতুর্থবারের মতো যমুনা টেলিভিশনে এইচ এম জাকিরকে পুনরায় পরিবেশ দূষণ নিয়োগ দেওয়ায় ভোলার সাংবাদিক সমাজ হতে আরম্ভ করে সুশীল সমাজদের প্রতিনিধিরাও বিষয়টিকে সাধুবাদ জানানোর পাশাপাশি তাকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি পূর্বের ন্যায় সামনের দিনগুলোতেও জেলার মানুষ এইচ এম জাকিরের অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে যমুনা টেলিভিশনে পুনরায় ভোলার সকল অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্রগুলো সংবাদ আকারে দেখতে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ব্যাপারে এইচএম জাকিরের সাথে কথা বলেন তিনি বলেন, প্রথমে কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি। এরপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ ও ন্যাশনাল ডেস্কের ইনচার্জ আসিফ আহসানুল ভাইয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাই তৌহিদ ভাই, হিমু ভাই, বাবু ভাই, অভিক ভাই সহ যমুনা টেলিভিশনে এতদিন যাদের কাছে থেকে একসঙ্গে কাজ করেছি তাদের প্রত্যেকের প্রতি রইল কৃতজ্ঞতা। যাদের একমাত্র ভালবাসাই ভাই আমি যমুনায় কাজ করার সৌভাগ্য এবং সুযোগ পেয়েছি। আশা করছি বাকি দিনগুলোতেও যমুনা টেলিভিশনে ভোলা প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো ইনশাল্লাহ।

পূর্ববর্তী খবরভোলায় এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন।
পরবর্তী খবরভোলায় নারী উদ্যোক্তাদের তিন দিনের অনলাইন উদ্যোক্তা মেলার উদ্বোধন।