ভোলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।

0
13

ভোলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আশিকুর রহমান শান্ত 

ভোলা প্রতিনিধি 

ভোলায় পুকুরে পড়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। মৃত দুই শিশুর মধ্যে ৬ বছর বয়সী মো. ইয়াছিন সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. শাহীন ফকিরের ছেলে এবং ৭ বছর বয়সী মিনজু আক্তার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শফিক মাঝির মেয়ে।

শনিবার (২৭ এপ্রিল) পৃথক স্থানে এই ঘটনা দুটি ঘটে। জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সকলের অগোচরে ইয়াছিন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মিনজু নামের শিশু টি তানহা নামের অন্য এক শিশুর সাথে দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায়৷ একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে শিশু দুইটি ডুবে যায়। তাৎক্ষণিক স্বজনরা শিশু দুইটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনজুকে মৃত ঘোষণা করেন। তানহা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

পূর্ববর্তী খবরভোলার তজুমদ্দিনে প্রবাসী পরিবারের কাছে টাকার দাবীতে হামলা। ছুরিকাঘাতে আহত ৪জন।
পরবর্তী খবরবোরহানউদ্দিনে কাচিয়ায় উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী” উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ফুলের শুভেচ্ছা।