ভোলায় পলিটেকনিক শিক্ষকদের বেতনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মো:ফয়জুল্লাহ স্বাধীন,ভোলা:
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস এবং শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
আজ রবিবার সকাল ১১ টায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৩৪ মাসে সারা বাংলাদেশের ৪৯ টি পলিটেকনিক ইনস্টিটিউটে ৭৭৭ জন শিক্ষকদের বেতন বকেয়া রয়েছে। এতে করে শিক্ষকরা অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। উল্লেখ্য STEP প্রকল্পের আওতাধীন এসব শিক্ষকদের নির্দিষ্ট মেয়াদে নিয়োগ হয়। মেয়াদ শেষ হয়ে গেলে তাদেরকে কারিগরি অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের কথায় তাদের কার্য পরিচালনা স্বাভাবিক রাখার কথা বলেন। পরবর্তীতে এক বছর যাবত তাদের বেতন পরিশোধ করলেও গত ৩৪ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। যার কারণে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের শ্রেণীর কার্যক্রম অব্যাহত রাখতে বিঘ্নিত হচ্ছে। যার কারণে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা শিক্ষকদের বকেয়া বেতন পরিষদের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের শ্রেণীর কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন- আমাদের পলিটেকনিক শিক্ষকদের দীর্ঘ ৩৪ মাস ধরে বেতন আটকে রেখেছে। তবুও তারা হাসিমুখে রীতিমতো আমাদের ক্লাস নিয়েছে। কিন্তু প্রায় তিন বছরের মত তাদের বেতন ভাতা কেন পাচ্ছে না তা আমরা জানিনা। আমরা চাই সরকার আমাদের শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে তাদের বেতন পরিশোধ করে আমাদের প্রতিষ্ঠানে ফিরিয়ে দিক।