ভোলায় নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

0
7

ভোলায় নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

ভোলা জেলা যুবদলের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় ভোলা জেলা যুবদলের অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। এর আগে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে যুবদলের কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে।
জেলা যুবদলের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ভোলা জেলা যুবদলের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালী শেষে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিতে জেলা যুবদলের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রু-ম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক‌। ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি আক্তারুল ইসলাম বাচ্চু, নাগর, ফয়জুল হক নকিব, মাকসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ভোলা সদর উপজেলা যুবদলের নেতা জিয়াউর রহমান পলাশ, আব্দুল লতিফ টিটু, নাজিমুদ্দিন নিক্সন, বিল্লাল হোসেন, পৌর যুবদল নেতা খাইরুল কবির মিলন, মহিবুল্লাহ সহ প্রমুখ।

এসময় বক্তারা, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যার্থতাকে দায়ী করে বলেন, দ্রুত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির বিভাগীয় সমাবেশ গুলোতে নেতাকর্মীকে বাধা প্রদান করছে এবং সমাবেশ কে পন্ড করার জন্য সরকার নানামুখী পায়তারা চালাচ্ছে। এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ । যত বাধাই আসুক না কেন তারেক রহমানের নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে রাজপথে দাড়িয়ে এই জুলুমবাজ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

পূর্ববর্তী খবরবোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন।
পরবর্তী খবরযেকোনো দুর্যোগে মানবতার সেবায় র‍্যাব মানুষের পাশে আছেঃ র‍্যাব মহাপরিচালক।