ভোলায় টিটু হত্যা মামলার আসামি শাহিন ও নীরব আটক,
ইকবাল হোসেন রাজু।
ভোলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় খোরশেদ আলম টিটু হত্যার মূল পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত প্রধান আসামি পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিন চকেটকে (চকেট জামাল) গ্রেপ্তারের পর শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানী ঢাকার মানিকগঞ্জ এলাকা থেকে মামলার আরও দুই আসামি মো. শাহিন (৩০) ও নীরবকে (৩৫) আটক করা হয়েছে।
আটকের পর ১১ ডিসেম্বর বিকেলে তাদেরকে ভোলা পুলিশ সুপারের কার্যালয় আনা হয়।
এর আগে চকেট জামালকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চকেট জামাল পুলিশের কাছে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
শাহিন ও নীরবকে আটকের বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন নিশ্চিত করে জানান, ১০ ডিসেম্বর রাজধানীর মানিকগঞ্জ এলাকা থেকে তাকে ঢাকা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। এরপর গতকাল শনিবার বিকেলে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানান, গ্রেফতারকৃত শাহিন ও নীরবকে জিজ্ঞাসাবাদ চলছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে তোলা হবে।
উল্লেখ হত্যা মামলার প্রধান আসামি জামাল উদ্দিন চকেটকে আদালতে তোলার পর আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।