ভোলায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত।

0
8

ভোলায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি।
ভোলায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শ্রমিক দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৫ নভেম্বর) সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে কর্মী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন স ম জামাল উদ্দিন।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিকের সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার । তিনি জেলা বিএনপির সাথে সমন্বয় করে শ্রমিক দলকে সাংগঠিতভাবে শক্তিশালী করে গড়ে তুলতে আহ্বান জানান।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব আকন, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ হাওলাদার এবং সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ ।

এ সময় ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভোলা জেলা বিএনপর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক দল কাজ করেছে। বিএনপির আন্দোলনে ভোলা জেলা শ্রমিক দলের অবদান ভুলে যাওয়ার মত নয়। তাই বক্তারা ভোলা জেলা শ্রমিক দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আলমগীর মোল্লা, ভাসান শ্রমিক দলের সভাপতি মোঃ ইব্রাহিম সহ জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন শ্রমিক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী খবরভোলার চরফ্যাশনে বয়লার মেশিন বিস্ফোরণে নিহত ১ আহত ২,
পরবর্তী খবরচাকরি দেওয়ার নাম করে প্রতিবন্ধীর ৩ লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আব্দুল হক এর বিরুদ্ধে।