ভোলায় জেলা গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন।

0
16

ভোলায় জেলা গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন ।

মোঃ বশির আহমেদ ঃ বাংলাদেশ গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলা আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে। মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ বিকাল ৪ টার সময় ভোলা পিটিআই মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় মোঃ নাজিমুদ্দিন এর সভাপতিত্বে উক্ত সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল খালেক । বাংলাদেশ গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির ভোলা জেলা শাখার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য এবং আগামীতে গঠনতন্ত্রমূলক পরিচ্ছন্ন একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে তাই মোঃ ফরিদুল ইসলাম কে আহবায়ক, মোঃ নাজিমুদ্দিনকে যুগ্ন আহ্বায়ক ও মোঃ রাশেদ খানকে যুগ্ন আহ্বায়ক করে আরো ১৮ জন সদস্য সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । এ সময় প্রধান অতিথি তার বক্তব্যতে বলেন বাংলাদেশ শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে ভোলা জেলার আহবায়ক কমিটির কাজ করবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। সামনের দিনগুলোতে যখনই কেন্দ্রীয় কোন কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা ডাক দিব আপনারা ভোলা জেলার সকল শিক্ষক দেশের সকল শিক্ষকের স্বার্থে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এমনটাই সকলের কাছে প্রত্যাশা করছি ।

পূর্ববর্তী খবরভোলায় জেলা গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন।
পরবর্তী খবরভোলা প্রেসক্লাবে আফজাল এর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা, আহত ২ সাংবাদিক।